[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১৩ জুন, ২০১২

১৪৪ ধারায় দুঃখ



১৪৪ ধারায় দুঃখ

তোমায় আজ আর কোন
উপমার ফ্রেমে বাঁধব না,
বালু চরে নগ্ন পায়ে হেঁটে
যাওয়া দেখবো না। আর
শিস বাজিয়ে তোমার দৃষ্টি
আকর্ষণে ব্রত হব না,
তোমায় ভেবে প্রেমের কাব্য
রচনা করে কলমের কালির
হত্যা ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘিত
করব না। আজ থেকে দুঃখের
সমাবেশে ১৪৪ ধারা বলবত।

দু চোখ থেকে ক্রোধের অনল
সমুদ্র জল হয়ে বয়ে যাবে, তবু
তোমায় নিয়ে আর ভাবব না।
মাঝ রাতে ঘুম ভাঙা মনের
মাঝে, তোমার কামনায় নিজেকে
কষ্টের রঙে রাঙিয়ে হাপিত্যেশ
করে নিজেকে সান্ত্বনা দিব না।
আর নয় দুঃখের সাথে গলাগলি
আর নয় অতীতের খেরো খাতা,
এখন শুধু দু চোখে আমার
বর্তমান কেবল বর্তমানের ছবি।

কোন মন্তব্য নেই: