বাবাকে আজ স্বপ্ন দেখেছি
মার্চ ০৭, ২০১২
১। বাবাকে আজ স্বপ্নে দেখেছি সাদা জোব্বা আর পাগড়িতে
সু-উচ্চ মসজিদের পাশে, শ্বেত পাথরে বাধানো শানের উপর।
সাদা দাড়িতে গাঁড় মেহেদির লাল রং, হাতে তসবি
কথা হয়নি বাবার সাথে, শুধু দূর হতে দাঁড়িয়ে দেখেছি ।
২। মনের বাসনার কথা জানাতে পারেনি, বলতে চেয়েছিলাম
আমার ছেলের কথা, আমার নিজের কথা, সবার কথা
একবার এক পলক তাকিয়ে, মুচকি হেসেছিল, কি যেন
বলতে চেয়েছিল, আমি বুঝতে পারিনি,কিন্তু কেন ?
৩।
বাবা, আমিতো তোমাকে কম ভালবাসিনি? তোমার শূন্যতাকে
এই বুকে ধারন করে চলেছি প্রতিনিয়ত, তবে কেন না দেখার
ভান করলে? আমি জানি তুমি ভাল আছি,যারা জোব্বা পরে,
হাতে তসবি থাকে, তারা সব সময় ভাল থাকে না কি?
৪।
তোমাকে স্বপ্নে দেখে সারাদিন আজ কি যে আনন্দে কেটেছি
তা আমি ছাড়া এই পৃথিবির দ্বিতীয় মানুষ আর কেউ জানেনা,
জানবেনা কোনদিন, কারন এ আনন্দ একান্তই আমার
আমি জানি কেন তুমি আমার সাথে কথা বলনি বাবা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন