[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ৫ মার্চ, ২০১২

তোমাকে বুঝতেই পেরিয়েছি শ্রাবণ,

তোমাকে বুঝতেই পেরিয়েছি শ্রাবণ, তোমাকে বুঝতেই পেরিয়েছি শ্রাবণ,
ফিরে আসলো না আর
ভালবাসার বসন্তবাউরি;
কানে বাজে আজ্ও ছিন্ন এক গাঙচিলের করুন আত্মনাথ
শতাব্দীর দরজায় দ্বারিয়ে কালের লুন্ঠন আমার সমুখে, আমি কিছুই করতে পারি না
নদীর গ্রীবা ধরে চলতে শিখেছি, অথচ সাঁতারে ভাসতে ভুলে গেছি
বুঝতে তোমাকে ভুলে গেছি
ভুলেছি আকাশ,
ভুলে গেছি মহাশুন্যের তাবর সঙ্গম
ভুলেছি জ্যোস্না বিলাস।তোমাকেই বুঝতেই পেরিয়েছি পৌষ,
ফিরলে না আর কুয়াশার নীড়ে
উত্তরের হাওয়ায় ভালবাসার উম;
বনের দাবাদাহে কঙ্কাল বৃক্ষ সবুজ পত্র বিনে নিঃস্ব কাতর
আমাকে ডাকে না আর উঞ্চ চাওয়া তার বুকে, আমি ছুঁতে পারি না মেঘ
যেখানে স্বপ্ন আমার, ভালবাসার বিলাসিতা কুড়ায়
আমি তাইতো মুছতে পারি না,
পেন্সিলের লেখার মত
শুধু চঞ্চল লালিমায় সাঁঝ
আমাকে ধরে রাখে আঁধার ডেকে।

কোন মন্তব্য নেই: