দেহরাত
ঘুমরাতের মাতম স্পর্শ, ক্লান্ত দেহরাত
রাতের উপাসনা ভেঙ্গে অপেক্ষারত মেঘ
দেহরাতের রানওয়ে ঝুলে আছে দু'চোখ
দীর্ঘ আমার স্পর্শের হাত, দেখি নিরালায়
সুদূর থেকে ছুঁয়ে যাই তোমার সুখ আর
চুষে নামাই অপার যন্ত্রণা
অপলকে নামাও লোভাতুর দৃষ্টি
ঘুমরাত...
দরজায় কড়া নাড়ে অপেক্ষমান শিশির
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন