[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১৪ মার্চ, ২০১২

কেউ লিখে তার জন্য কবিতা,

কেউ লিখে তার জন্য কবিতা,

 

কেউ লিখে তার জন্য কবিতা,
কেউ কেউ সাধে তার জন্য ছড়া গপ্পের বই
মাঘের শীতে সিদ্ধ হয় ঐ নেওটা মুখপুড়ি উদাম মেয়েটি,
হামাগুরি দিতে দিতে
যার শরীর চিটচিটে গন্ধ হিসুতে ভিজে ধুলা হয় কাদা,
তাতেই মাখা গা’তার
নরম ঠোঁট জোড়ায় দুধের বদলে বালুর প্রলেপ মাখা,
ক্ষুধার কান্নায় মায়ের শুকনা বুক চাটে।


কেউ লিখে তার জন্য কবিতা,
কেউ কেউ সাধে তার জন্য ছড়া গপ্পের বই
করুনা বিগহবল বিবেকের কাছে হয়তো একটু বাঁধে,
তাতে কি আসে যায়
পারি না খন্ডাতে সবটুকু দুঃখ,
হয়তো আমরা এমনি আমাদের আশার মত ক্ষমতা ছোট
হয়তো ঐ মেয়েটি তাই,
আকাশের কাছে অতি ক্ষুদ্র আমি আমরা সবাই।

কোন মন্তব্য নেই: