[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১৪ মার্চ, ২০১২

একটি ভিন্ন ডানার পাখি

 

একটি ভিন্ন ডানার পাখি


রাতের কাপড় খুলে নগ্ন হল দিন
তার নগ্নতার খাঁজে ঝরছে শিশির
সেই আরশিতে মুখ দেখে রাজকন্যা
আবার শিশির জলে চোখে মুখে কান্না ,
কখনো ভাবছে প্রিয় ঠোঁট, তাতে ঠোঁট ছোঁয়
জলকণা জুড়ে থাকে , ঠোঁটে ছোট্ট তিল হয়
তিলের সে আকর্ষণে গ্রহগুলো ঘুরে
গ্রহান্তর থেকে উঠে এসে স্থির থাকি
তিলের মায়ায় চুলের ছায়ায়
স্থির থাকি ,

দুটো তিলে আকর্ষণ চুম্বনের চেয়ে কাছে !
এই দূরত্বের পথ , নিয়ে যায় আরো জলে
সেই তলে ডুবেতে হয় না , ভাসতে হয়
ভাসতে হয় …
বাসতে হয় …
ভালোবাসতে হয় …
এই পৃথক অবস্থা স্পর্শের চেয়েও উষ্ণ
ছেঁড়া উষ্ণতায় আমি গলে যাই
হয়তো তুমিও তাই , তোমাকেই চাই ,
জানি না তো কি বলছি কেন`ই বা বলছি
তবু ফিয়ে যাই ফিরে আসি
সহজ করেই বলি ভালোবাসি
তবে একটা ভিন্ন ডানায় ভাসি
শোন অণু শুধু তোমাতেই ভাসি …
একটি ভিন্ন ডানার পাখি।

২রা ফাল্গুন ১৪১৭ ।

[ একটি অবুঝ সময়ে অপরিপক্ক লেখা so no obligation ... ভালোবাসা দিনের শুভেচ্ছা জানাতেই হুট করে লিখা , তাই এই কবিতার সমালোচনার দায় আমি নিতে রাজি না ...]

কোন মন্তব্য নেই: