স্বাধীনতা
একাত্তরের কথা যখন মনে হয়
পলকেই শিহরণ ওঠে গায়।
স্বাধীনতার নতুন পতাকা উড়ায়
স্বাধীনতা আনতে অনেক রক্ত যায়।
মুক্তিসেনারা হাসতে হাসতে
ছিলো সব যুদ্ধ ময়দানেতে।
শত্রুকে দেখতে দেখতে
এগোয় গুলি চালাতে চালাতে।
ছিলো সব যুদ্ধ ময়দানেতে।
শত্রুকে দেখতে দেখতে
এগোয় গুলি চালাতে চালাতে।
দেশটি স্বাধীনতার জন্যে
মুক্তিসেনারা ছিলো হন্যে।
করেনি ওরা মৃত্যুকে ভয়
শত্রুকে পরাজিত করে
তরুণ-তরুণী এনেছে বিজয়
মুক্তিসেনারা ছিলো হন্যে।
করেনি ওরা মৃত্যুকে ভয়
শত্রুকে পরাজিত করে
তরুণ-তরুণী এনেছে বিজয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন