হে প্রভূ তোমার ভালবাসাই খাঁটি
ফেব্রুয়ারি ২০, ২০১২
ভালবাসার শেষপ্রান্তে দাঁড়িয়ে
থঁরথঁর কাপুনি বুক, মৃদু নিঃশ্বাস নিচ্ছে,
জানি নে ভালবাসার কি হবে?
হারিয়ে যাবার সম্ভাবনা, মন বলছে।
থঁরথঁর কাপুনি বুক, মৃদু নিঃশ্বাস নিচ্ছে,
জানি নে ভালবাসার কি হবে?
হারিয়ে যাবার সম্ভাবনা, মন বলছে।
তবুও সামনে মরণপণ বুকে সাহস নিয়ে
জয় করব প্রেম-ভালবাসাকে,
যাব অগ্রপানে বীরের মত এগিয়ে
নয়তো দুনিয়ায় ইতিহাস গড়ব।
জয় করব প্রেম-ভালবাসাকে,
যাব অগ্রপানে বীরের মত এগিয়ে
নয়তো দুনিয়ায় ইতিহাস গড়ব।
প্রিয় আমায় ভালবাসুক বা নাই
বাসুক, আমি ভালবাসাকে বলে মরব
ভালবাসা তোমার জয় হোক,
থেকো তুমি চির অম্লান,
অক্ষত বা চিরকাল।
বাসুক, আমি ভালবাসাকে বলে মরব
ভালবাসা তোমার জয় হোক,
থেকো তুমি চির অম্লান,
অক্ষত বা চিরকাল।
চির অম্লান ভালবাসার ছোঁয়াতে
আমি হলাম আজ স্বর্গীয় ধন্য,
হে প্রভূ তোমার ভালবাসাই খাঁটি
যা পেয়ে আমি হয়েছি গন্য।
আমি হলাম আজ স্বর্গীয় ধন্য,
হে প্রভূ তোমার ভালবাসাই খাঁটি
যা পেয়ে আমি হয়েছি গন্য।
সেই ভালবাসা খুঁজে না
ইহকালীন কোন সুখ-শান্তি,
পরকালে তোমার দিদার দেখে
মুছে যাবে সব ক্লান্তি।
ইহকালীন কোন সুখ-শান্তি,
পরকালে তোমার দিদার দেখে
মুছে যাবে সব ক্লান্তি।
তোমার উপাসনায় সুধাপান
করে পাচ্ছি প্রাণের চির জীবন,
এখান থেকে আসব ফিরে তোমার
কাছে যদিও মরতে হয় এক্ষন।
করে পাচ্ছি প্রাণের চির জীবন,
এখান থেকে আসব ফিরে তোমার
কাছে যদিও মরতে হয় এক্ষন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন