[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

একুশ আসে একুশ যায়




একুশ আসে একুশ যায়

একুশ এলেই হুঁশ হয় বেহুঁশ বাঙ্গালীর
একুশ একেই নিরঙ্কুশ শ্রদ্বায় নগ্ন চরন ধীর
একুশের পরশে হৃদয় নিমেষে বিগলিত চিত্ত
শহীদ স্মরনে নিমগ্ন জাতি, স্যালুট -হে ভাষা বীর।

একুশ এলে ভরে ফুলে ফুলে শহীদ বেধি সারা
একুশ পেরুলেই ভুলি তাদের ভাষার জন্য প্রাণ দিলো যারা
যে চেতনায় এসেছিলো একুশ
দিয়েছিলো রক্তের জলাঞ্জলী রফিক শফিক বরকতেরা
আজ সেই চেতনায় জমেছে মরিচিকা
নিঃশব্দ ঘুনোপোকায় ভঙ্গূর জাতির মেরুদণ্ড
ভাষার ভালোবাসার নামে ভন্ড রাজনীতি করছে নির্লজ্জ ধোকা
ধার করা সংস্কৃতির জোয়ারে বাংলা আজ ক্ষীণ
ছিন্ন ভিন্ন জাতির মননে হবে কী ! ভাষার চেতনা উদ্বার ।

কোন মন্তব্য নেই: