[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

স্বেচ্ছা নির্বাসন...





স্বেচ্ছা নির্বাসন

যখন আনমনে ভেসে আসে তোমার মুখ খোলা জানালায়
আমার রোদ্দুর হতে মন চায়;
আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয় তোমার চিবুক।
অথবা একটা বৃষ্টি দিন বিজন পথে একাকী তুমি
এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়ি আমি;
ভেজা চুল বেয়ে তোমার কপাল পেড়িয়ে,
নাকের ডগা গড়িয়ে ছুঁয়ে দেই তোমার শুষ্ক ঠোঁট।
একটা জীবন এক সাথে চলি হাসি কান্নায়-
শুধু শব্দ আর ধ্বনি মাত্র; বাস্তবতা দুরূহ!
জীবনে যতো টা পথ হেঁটেছি একাকী বিধুর
আর কতোটা বাকী কে জানে?
নিয়েছি স্বেচ্ছা নির্বাসন, বৈরাগী করেছি মন!
অথচ স্বপ্ন মৃত্যু প্রভাত বেলায় আবার স্বপ্ন দেখি
চলেছে জীবন চলবে শ্বাস আছে যতদিন
তুমি ছারা আমি হয়তো বা বেশ নই
তুমি কি আছো থেমে?
জীবনে বাঁকে জমে শুধু স্মৃতি দুঃখ কি বা সুখের
এইতো জীবন এভাবেই বেঁচে থাকা।

কোন মন্তব্য নেই: