[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

এই যে, হ্যাঁ আপনাকেই বলছি...

এই যে, হ্যাঁ আপনাকেই বলছি

এই যে, হ্যাঁ আপনাকেই বলছি-
রিদুয়ান
জীবনের প্রতিটি পদক্ষেপে
ত্যক্ত – বিরক্ত তবু বাধ্য হয়ে
আজন্ম জীবনটাকে টেনে বেড়াচ্ছেন
কলুর বলদের মত।
সকাল দুপুর রাত – আকাশ কুসুম স্বপ্নটাই সঙ্গি
চির চেনা অভাবটাতে যদিও বন্দি।
হ্যাঁ আপনি, আপনাকেই বলছি
আরেকবারে জন্মাবার সুযোগ পেলে
আপনি কি “আপনি” হয়েই জন্মানোর-
ইচ্ছা পোষন করতেন?
নাকি মিশে যেতেন তাদের ভীড়ে
আপনাকে আজ দেখে নাক সিটকানো
লোকগুলোর মাঝে।
পুত পবিত্র আরাম আয়েশে জীবনে
অনেক নির্মম সত্যগুলো না জেনেই,
মৃত্যূকে আলিঙ্গন করা লোকদের দলে
নিজেকে জন্মদিয়ে কবর দিতেন,
- ওদের সাথে না চলতে পারার ব্যার্থতার!!
আমি আমি হবার স্বপ্নই আবার দেখি
কারন জানি,
পৃথিবী মানুষ শূণ্য হয়ে যায়নি
এখনও সব সংগ্রাম সমাপ্ত হয় নি,
শ্রেনীর ব্যবধান ভাঙার সময় এখনো ফুরিয়ে যায় নি।।
হ্যাঁ আপনি, আপনাকেই বলছি
শেষ পর্যন্ত কি স্বিদ্ধান্তে উপস্থিত হলেন?

কোন মন্তব্য নেই: