নতুন বছর সুখে সমৃদ্ধিতে পূর্ন হয়ে উঠুক সকলের। সকল দীনতা, মলিনতা ঘুঁচিয়ে আমরা যেন আলোর পথযাত্রী হতে পারি। পয়লা বৈশাখের প্রাসঙ্গিকতা অর্থনৈতিক দিক থেকে আর নেই সেই স্থান দখল করেছে ৩১ মার্চ, আচার অনুষ্ঠান ছাড়া বাংলা তারিখের হিসেবও আমাদের মনে থাকেনা। তবুও বাঙ্গালীরা আবেগে, সাস্কৃতিক কর্মকান্ডে পয়লা বৈশাখের উৎসব পালন করে চলেছি চলবোও। সকালের প্রভাতফেরীতে, বিকেলের গানমেলায় আমাদের পয়লা বৈশাখ। আমরা শুভেচ্ছা জানাই পরস্পরকে ভাল থাকার, আমরা শপথ নিই ভাল হওয়ার। আচ্ছা শপথটা যদি এরকম হয়-
‘মানুষের প্রিয়তম সম্পদ তার জীবন, এটা সে একবারই পায় এবং এই জীবন তাকে এমনভাবে কাটাতে হবে যাতে কেটে বছরগুলি সম্পর্কে যন্ত্রণাদায়ক দুঃখের অনুভুতি না জাগে, অতীতের হীনতা ও তুচ্ছতার লজ্জা যেন তুষের আগুনের মত না পোড়ায়, এমনভাবে বাঁচতে হবে যাতে মরার সময় সে বলতে পারেঃ আমার গোটা জীবন, আমার সমস্ত শক্তি আমি উৎসর্গ করেছি জগতের মহত্তম লক্ষ্যে– মানব জাতির মুক্তির জন্যে– সংগ্রামের লক্ষ্যে’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন