ভোরের কাক গুলি ব্যাস্ত আজ
ঘুম ভাঙা ভরে ওঠা মানুষ
ছেঁড়া তারের বেড়া পেরিয়ে
স্বপ্নহীন মহা কর্মযোগে
রক্ত জলের শ্রম দেহ হতে অন্ন হয়ে ঝরে
এরা সুখে আছে, ভালো আছে
বাস্ততার নিরিখে মোড়া সম্পর্ক গুলি বর্তমান
পক্ষান্তর যুক্ত মানুষের দল
রক্ত ভাঙ্গার স্বপ্ন
ভোরসপ্নের সত্যি হওয়া জেনো
যদি বলি ভোরভাঙ্গা সত্যি স্বপ্ন
সুরা পানের উল্লাস,
কাক গুলির নিরব কান্না হয়ে ঝরে
করে করুণচোখ সমাজযুদ্ধে দিবা রাত্রি যাপন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন