আলপনা
হৃদয়ের উঠানেতে কত ছবি আঁকা
সাত রঙে সাজানো আলপনার রেখা
ফেলে আসা দিনগুলো সময়ের ডাকে
পবনেতে হারিয়ে যায় দিগন্তের বাঁকে।
এলোমেলো ঢেউগুলো, ধানক্ষেতে খেলা
রঙিন ঘুড়ির সুতোয়, আকাশেতে ভেলা
বৃষ্টির ছন্দে ছন্দে, পিচ্ছিল খেলা
বিকেলের ম্লান আলোয়, শাপলার মেলা।
আযানের সুর-ধ্বনি, সাঁঝের বেলা
আঁধার নামবে এখন, ফিরবার পালা
পড়াঘরে হৈ চৈ, কুপির আলোয়
জ্যোৎস্না-রাত কাটে, স্বপ্নের ভেলায়
আলপনা আলপনা, জীবনের বাঁকে
ফিরো এসো বারবার, কল্পানার আঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন