[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

মাধুকরী

মাধুকরী

‘প্রস্তাবনা’

আমি এক শ্রমণ, এক অন্তহীন পথের পথিক, মাধুকরী করতে করতে আমার এই পথ চলা। কত নদী-প্রান্তর পেরিয়ে, কত গ্রাম-কত জনপদের মধ্যে দিয়ে, মন্দিরের ঘন্টাধ্বনি- আজানের সুর শুনতে শুনতে পেরিয়ে এসেছি কতটা পথ। তবুও এগিয়ে চলেছি। কিন্তু কোথায় চলেছি? কি আছে পথের শেষে? জানি না -তবুও থেমে যাওয়ার জো যে নেই। এই পথ চলতে চলতেই কত মানুষের সঙ্গে দেখা, ক্ষণিকের আলাপ, ঘনিষ্টতা- তারপর আবার চলা। এই পথে কত মানুষ, কেউ বা আমায় ফেলে এগিয়ে চলে গেল, কেউ বা পড়ে রইল পেছনে, কেউ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে, কেউ বা একা, কেউ বা সঙ্গিদের সঙ্গে। এখন সন্ধ্যে – সবাই পান্থশালার দ্বারে। কেউ বা সঙ্গিদের নিয়ে হুল্লড়ে ব্যস্ত। কেউ বা চাটাইয়ে উপর শুয়ে বিশ্রাম নিচ্ছে-ওদের চোখে-মুখে ক্লান্তির ছাপ। ওরা ফেলে আসা পথের স্মৃতি রোমন্থন করছে। টুকরো টুকরো সুখের ছবি পূর্ণিমার চাঁদের মতো উদ্ভাসিত করছে ওদের মুখ। আগামী পথের সুখ কল্পনায় কেউ বা বিভোর। কেউ ফেলে আসা দুঃখস্মৃতিতে কাতর, কেউ বা অনুতপ্ত, আবার কারো মুখ প্রতিহিংসার বাসনায় দৃঢ়। ওরা এখন বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছে রাতটুকুর জন্য। সূর্য্যদয়ে আবার জেগে ওঠা- আবার পথ চলা শুরু। আবার সামনের দিকে এগিয়ে চলা। এ পথ যে শুধু এগিয়ে যাওয়ার পথ। পেছনে ফেলে আসা পদচিহ্নের স্মৃতি রোমন্থন করা যায় কিন্তু সেখানে ফিরে যাওয়া যায়না কোনো মতেই। পথের অভিঙ্গতায় মাধুকরীর ঝুলি ক্রমে ক্রমে ভারি হয়ে ওঠে।

এই বাংলা ব্লগের পথে চলতে চলতে ভাই ফয়সালের সঙ্গে ওর ‘স্বপ্নময় জগৎ’ এ দেখা। ওর কথাতেই আমার মাধুকরীর ঝুলির সংগ্রহ সবাইকে ভাগ করে দেব এবার।

কোন মন্তব্য নেই: