[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

বৃষ্টি ঝড়ে বৃষ্টি পরে

বৃষ্টি ঝড়ে বৃষ্টি পরে
বৃষ্টি পরে বুকের কাছে
বৃষ্টি পরে স্মৃতির ঘরে
বৃষ্টি পরে কদম ফুলে
ছোট্টবেলার বৃষ্টি গুলো
কেমন করে যাই যে ভুলে।
বৃষ্টি পাড়ায় থাকতে বলে
মেঘ ঢেকে যায় তোমার চুলে
ঘন মেঘ নেই যে চোখে
তবু দিলে অশ্রু তুলে
কেমন করে যাই যে ভুলে।

এক দিন এক আষাঢ় মাসে
সাবাই যখন বৃষ্টি ধুয়ে শু্দ্ধ হলো
তোমায় তখন ভিজতে দেখি
খুব একাকী গভীর রাতে
কদম গুলো লুটায় পাশে
তখন তুমি একলা খাটে
নয়ন থেকে বৃষ্টি ঝড়ে
বুকের মাঝে।
বৃষ্টি পরে বৃষ্টি ঝড়ে
আমার ঘরে তোমার ঘরে
বৃষ্টি ঝড়ে বৃষ্টি পরে
এখন সকল বৃষ্টি গুলো
শীতল ভীষন, কাপন ধরায়;
ভীজতে গেলে জ্বর এসে যায়
জ্বরের ঘোরে বৃষ্টি দেখি
ছেলেবেলায়।
১১/০৭/২০১১

কোন মন্তব্য নেই: