[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

tumar jonno

তোমার জন্য


তোমার জন্য-
একসময় অনেক রঙ্গীন ছিলাম
এই আমি
আবেগপ্রবণ হতাম খুব
বৃষ্টির ছোঁয়ায় শিহরীত হতাম
পাখির ডাকে হতাম বিমহিত।
তোমার জন্য-
কবি হলাম একদা
কলম আর মনের সাথে
ঠুকাঠুকি করে রক্ত ঝরালাম
আমার প্রিয় ডায়রীতে ।
তারপরও হয়নি বলা শেষ কথা
কখনো আবিষ্কার করেছি তোমায়
ক্লিওপেট্রো কখনো শকুন্তলা
আবার কখনো
জীবনানন্দের বনলতা সেন।
কত নামে পূজা করেছি তোমায়।
জানা হয়নি-
পৃথিবীর হাজারোও আশা মরে
মনেরও অজান্তে
তিল তিল করে গড়ে তুলা স্বপ্ন
ভেঙ্গে চুরমার হয় কারো অবহেলায়।
তারপরও জানা-
কেমন আছো তুমি ?

কোন মন্তব্য নেই: