কবি হতে পারিনি এখনো
আকাশ গলিয়ে সন্ধ্যা নামে
দিনের আলো মিলে যায়;পূর্ন উদ্দামে
কালো আধার ভুলিয়ে বালিয়ে
আমাকে বানিয়ে দেয় অন্য মানুষ
সন্ধ্যা নামার পর
আমিও নিজের ধান্ধায় হন্য হয়ে উঠি
রাতের অন্ধকার আধঁরে
হাতড়াতে থাকি এক টূকুন নিরবতা
রাস্তার ধারে,চৌরাস্তার মোড়ে
সেজে গুজে থাকা ভ্রাম্যমান পতিতা
সারা দিন সেও অপেক্ষা করে সন্ধ্যা নামার
মাঝে মধ্যে মুচকি হাসি আমিও-
দিনের আলো মিলে যায়;পূর্ন উদ্দামে
কালো আধার ভুলিয়ে বালিয়ে
আমাকে বানিয়ে দেয় অন্য মানুষ
সন্ধ্যা নামার পর
আমিও নিজের ধান্ধায় হন্য হয়ে উঠি
রাতের অন্ধকার আধঁরে
হাতড়াতে থাকি এক টূকুন নিরবতা
রাস্তার ধারে,চৌরাস্তার মোড়ে
সেজে গুজে থাকা ভ্রাম্যমান পতিতা
সারা দিন সেও অপেক্ষা করে সন্ধ্যা নামার
মাঝে মধ্যে মুচকি হাসি আমিও-
পতিতা আর আমার মাঝে পরাক কই?
সন্ধ্যার পর খদ্দর খুজে সে- আর আমি কবিতা
দরদাম ঠিক হলে খুলে ফেলে জড়তা
আমিও যেমন-
পংক্তির খোজে আমিও ভুলে যাই সব
সন্ধ্যার বুকে ডূব দিয়ে উদ্দার করি কবিতা।
সন্ধ্যার পর খদ্দর খুজে সে- আর আমি কবিতা
দরদাম ঠিক হলে খুলে ফেলে জড়তা
আমিও যেমন-
পংক্তির খোজে আমিও ভুলে যাই সব
সন্ধ্যার বুকে ডূব দিয়ে উদ্দার করি কবিতা।
কবিতা ধরা দেয়- ফসকেও যায় কখনো
সারা জীবন এমনই লুকোচুরি করে গেলাম
কবি হতে পারিনি এখনো।
সারা জীবন এমনই লুকোচুরি করে গেলাম
কবি হতে পারিনি এখনো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন