[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

অনামিকা....

আজও ভুলতে পারি নাই

যাহাকে ভালবাস তাহাকে নয়নের আঁড় করিও না
যদি প্রেম বন্ধন দৃঢ রাখিবে তবে সুতা ছোট করিও
বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও
অদর্শনে কত বিষময় ফল ফলে
যাহাকে বিদায় দেবার সময় কত কাদিয়াছ, মনে করিয়াছ বুঝি তাহাকে ছাড়া দিন কাটিবে না –কয় বছর পর তাহার সাথে যখন আবার দেখা তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ – ভাল আছ তো?
হয়ত সেই কথাও হয় নাই, কথাই হয় নাই- আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে একবার চোখের আড়াল হলেই যা ছিল তা আর হয় না
যা যায় তা আর আসে না
যা ভাঙ্গে তা আর গড়ে না
মুক্ত বেনীর পর যুক্ত বেনী কোথায় দেখিয়াছ ????
জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো—
বেঁচে থাকা মানেই দুঃখের সাথে অজান্তে সহবাস করা—
অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনোই আসে না—
সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশী অস্বস্তি বোধ করে মানুষ—
যে কোন ছল ছুঁতোয় সে দুঃখকে দেকে আনে—
সুখের চেয়ে দুখের সাথে বাস করতে সে বেশী আরাম বোধ করে, কারন অতি সুখে হাহাকার থাকে না—
স ন্দেহ, জ্বালা অথবা নিজেকে বঞ্চিত ভাবার যন্ত্রনা থাকে না—
কোন এক মুহুর্ত বা কিছুদিনের বুকে খুশীর সূচীকর্ম সারাজীবন টাঙ্গিয়ে রাখার নাম জীবন, মানুষ তাতেই অভ্যস্ত।

যারা যুদ্ধ করে পাহাড় ডিঙ্গায় তারাই কি শুধু বীর?
যারা তিল তিল করে নিজেদের যৌবন, নিজেদের সর্ব সাধ আহলাদ, নিজেদের খাওয়ার সুখ, পরার সুখ, শরীরের সব সুখ কে নির্বিকার চিত্তে প্রতিদিন নিঃশব্দে গলা টিপে মারে নিজেদের জন্মদাতা বা দাত্রী, ভাই বোনদের কারনে তারা কি বীর নয়?

প্রতি মুহুর্তে নিজের সঙ্গে যুদ্ধে যে যোদ্ধা নিজেকে বারবার পরাজিত করে সে কি সত্যিকারের বীর নয়?

কোন মন্তব্য নেই: