[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

নগ্না পৌর্ণমাসী

নগ্না পৌর্ণমাসী 
জুলা ০৯, ২০১০ | ০৩:৪৯বিকাল
মেঠো পথে চলার কথা ভেবে
হাড্ডিসার মন গুন টেনে চলে
কর্দমাক্ত জীবনে
লোভের শ্বাপদ জীভ লকলক করে
কোন ঘাটে কোন তরী করে বসবাস!
তবুও লোহার বাসর ঘরে নাগ করে নীল দংশন
সাধের লক্ষ্মীনদরকে,
সব্বাই বেহুলা নয়, বনেদি দেয়ালে কেউ কেউ
খুঁজেফেরে ব্যাংকের ডিপোজিট।
আমিও কি ক্ষুধার আগুনে, অজানা অংশ পূরনে
পরকাল ভুলে ইহকালে মত্ত হয়ে
বাঁকে বাঁকে খুঁজি না জীবনের সাতকাহন!
সহসা জ্বালা করা চোখে
পর্যবসিত হতে হতে আজ
ধারানিবদ্ধ ধিঙ্গীপনার ধার্মিকচূড়ামনি।
বনের সাপে নয় মনের শাপের দংশনে
দুই ভাগ হতে হতে ভাবি ভালো ছিলো শ্মশান জীবন,
কেন এ সময়ের হাতে হাত রেখে নির্মল রোদে
জীবন ধুয়ে পক্ষ-বিপক্ষ লাক্ষরাজ
দুই মুখো সাপ হয়ে হাটা ।

কোন মন্তব্য নেই: