কল্পনার তুমি
তোমাকে নিয়ে আমি কবিতা লিখি
তোমাকে সাজাই কতো উপমাতে,
কখনো আকাশের নীল দিয়ে তোমাকে সাজাই
কখনো কৃষ্ণচূড়ার লালে রাঙাই তোমাকে
কখনো বৃষ্টির জলে তোমাকে ছুয়ে যাই
কখনো কামিনি ফুলের সুবাসে তোমাকে অনুভব করি।
তোমাকে সাজাই কতো উপমাতে,
কখনো আকাশের নীল দিয়ে তোমাকে সাজাই
কখনো কৃষ্ণচূড়ার লালে রাঙাই তোমাকে
কখনো বৃষ্টির জলে তোমাকে ছুয়ে যাই
কখনো কামিনি ফুলের সুবাসে তোমাকে অনুভব করি।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
ভেসে যাই দূর হতে বহু দূরে
নিজেকে খুজে পাই তোমার মাঝে
বিলিন হই তোমাতে বার বার।
তুমি আমার কল্পনার এমন একজনভেসে যাই দূর হতে বহু দূরে
নিজেকে খুজে পাই তোমার মাঝে
বিলিন হই তোমাতে বার বার।
যাকে ভালবেসে পাড়ি দিতে পারি অজানা পথ
সাগর হতে মহাসাগরের ঢেউকে নির্ভয়ে কাটিয়ে
চলে যেতে পারি দেশ থেকে মহাদেশে।
তোমাকে নিয়ে আমি যা খুশি তাই করতে পারি
বাস্তবের তোমার নেই কোন অস্থিত্ব
তবু তোমাকে ভাবি, তোমার জন্য কাদিঁ
তোমার মাঝে খুজে ফিরি হাসি আর আনন্দ
কল্পনায় ভালবাসায় সিক্ত করি দুজন দুজনাকে।
বাস্তবের তোমার নেই কোন অস্থিত্ব
তবু তোমাকে ভাবি, তোমার জন্য কাদিঁ
তোমার মাঝে খুজে ফিরি হাসি আর আনন্দ
কল্পনায় ভালবাসায় সিক্ত করি দুজন দুজনাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন