[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

একজন মায়াবতীর জন্য

একজন মায়াবতীর জন্য

মায়াবতী তোকে দিলাম শূন্যের নৈশব্দ
নির্ঘুম চাঁদ, চন্দ্রসভার মেঘ
তোর সাথে হোক বন্ধন
হিমালয়ের কান্না-পবিত্র জল ছড়িয়ে পড়ুক
তুই ভিজে যা- ভিজুক তোর মন

আজন্ম শোকগুলো ধুয়ে যাক- উড়ুক গাংচিলের ডানায়
ঠাণ্ডা বাতাস লাগুক তোর চোখে
তুই শূন্য হ। জন্মান্তরের পাপ ধুয়ে যাক তোর
আবার জন্ম নে তুই এই জীবনেই
লালসাগুলো ঝলসে উঠুক তোর
তোকে তোর মতোই দেখুক সবাই
তোর মতোই তুই বেঁচে থাক
প্রতিটা অনুভবে মিশে থাক তুই।
এ যে তোরই জীবন।
তুই সুখী হ।

************

1 টি মন্তব্য:

ahridwan বলেছেন...

একই শহরে আমাদের নিত্যবসবাস
তোমার আমার মাঝে ফারাক শুধু
আলো আর অন্ধকার
মাঝখানে দাগটানা নিয়তি..
আমি, তুমি আর নিরন্তর যাপিত জীবন ।
বহন করি শতাব্দী প্রাচীন অভিশাপ
কোন এক যক্ষের মত..

ক্রমশ অনুভুতি গুলো আলগা হয়ে যায়
ঝাপসা হয়ে যাও তুমিও
হয়তোবা এটাও স্বাভাবিক স্বাভাবিকতা