নিদিতা- আমার বাল্যকালের সখী ছিল
নিদিতা-
আমার বাল্যকালের সখী ছিল
যার কাছে আমার পুরো
শরৎকাল দায়বদ্ধ।
শরতের শিউলী কুড়ানো
আর
নীল আকাশের নীচে
কাঁশফুলের সাথে সখ্যতা
আমাদের আবশ্যক ছিল তখন।
অপার বিস্ময়ে এই আমি
নিদিতাকে-
আবিষ্কার করতাম আনমনে
কখনও তার হাত ছুঁত
আমার কাঁধ
আবার
তার চুল উড়ে এসে
আমাকে আবেগে ভাসাত রোজ।
নিদিতা-জানো
আজ এই কালে এসে
তোমাকে আর শরতকে
ভিন্ন করতে পারিনা আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন