[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ভোর রাতের স্বপ্ন ভেসে আসে

ভোর রাতের স্বপ্ন ভেসে আসে


ভোর রাতের স্বপ্ন ভেসে আসে
‍নিত্য আমার পথে
আমারই ঘুরপাক খাওয়া,
উন্মত্ত সভ্যতার রমরমায় প্রতিনিয়ত
ক্ষুধার্ত হই;
ক্রমশ অস্থির,দুর্বল হয়ে পরছি!
ভয় পাচ্ছি কেন? শরীরে “ঘা”,
উচাটন মন;
ভাবনার দো’টানায় বিভক্ত হচ্ছি কেন?
বিবেক আমার মুক্তি চায়
চারপাশে বিপন্ন বিদ্রোহ,
তাকে ঢেকে রাখে নগ্ন মেয়ে মানুষের শরীর
ভণ্ডামির বর্ণচোরা আদর্শে ডুবছে সমাজ।

তবু, একই পথে ঘুরপাক খাওয়া
পারছিনা এগুতে,সমুখে সীমাহীন দিগন্ত
চর চর করে বাড়ছে বয়স,
ক্রমশ বাড়ছে মৃত্যু ভয়,দুর্বল করছে শরীরের ব্যাধি
শরীরের ভিতরে যত গোলমাল।

মৃত শরীরটাকে বয়ে নিয়ে যায়
যেখানে সব আঁধার প্রান্তর!
নিদ্রাহীন চোখে,
ভোর রাতের স্বপ্ন ভেসে আসে;
তেপান্তরের মাঠে শিশুরা লাল বল নিয়ে করছে খেলা,
তাদের সেই উচ্ছ্বল তায়
বাঁচবার ক্ষীণ আশা জাগে;

ঘুম ভেঙ্গেছে তখনও হাসছি
সকাল হয়েছে তখনও হাসছি
ঠোঁট চেপে তখনও হাসছি।

কোন মন্তব্য নেই: