[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

জন্ম...

জন্ম...
-হাসনাত-
একাকী হাটতে কার ভাল লাগে?
বিশেষত এমন সোনালী বিকেলে, তাইতো...
দিগন্তের ঐ হিরন্ময় সুর্য আমার দিকে চেয়ে ভেংচি কাটে,
আর নীড়ে ফেরা পাখিরা সমোস্বরে বলে ওঠে,-কি গো?
তোমার প্রিয়তমা কই?
থমকে দাড়াই অলক্ষে আমি যে একা!
নাকি আমারও কেউ আছে?
ওগো ঘাস-ফুলেরা,
বলবে সে এখন কোথায় আছে?
এ পথ দিয়ে কভু সে গ্যাছে কি?
উত্তর না পেয়ে... আমি চুপটি মেরে রই।
একটা সময় আর হাটতে মন চায় না,
ভেঙ্গে পড়ি সবুজ গালিচায়, ভাবি......
কখনও প্রেমেতো পড়ি নি,
তাহলে কেন আজ এ দুঃখ বিলাস?
ভাবনাগুলো যেন কাঁশফুলের শুভ্রতায় হারায়,
তারপর হঠাৎ আমার সামনে হাজির হয় নাম না জানা রঙ,
অনুভবের অতীত গন্ধ,
নিভৃত বেদনার ছন্দ,
সুর্যের শেষ লালিমায় নেয়ে ওরা নাচতে থাকে,
ভ্রম লাগা চোখ ওদের মাঝেই আবিস্কার করে এক মানবীকে, তৃন-লতার মত সে আমার সামনে এগোয়, মুখোমুখী বসে, বলে,- কেন চোখে অভিমান? আমার নাম ভালবাসা, প্রেম! সে তো প্রকৃতিরই দান! আমি প্রথম দর্শনেই ভালবাসার প্রেমে পড়ে যাই!

কোন মন্তব্য নেই: