চাঁদ দেখা হয়ে উঠে না
চাঁদ দেখা হয়ে উঠে না!
কত রাত গড়িয়ে গেল,
চাঁদ দেখা হয়ে উঠে না!
শীতের রাতে
চাঁদের নিচ দিয়ে কুয়াশারা
বিলি কেটে কেটে; মেঘের সাথে উড়ে যায়।
কুয়াশার ছোপ ছোপ
হাওয়ার ঝাপটায়, জ্যোত্স্না মাখা রাত
মৃদু কেঁপে উঠে!
রাত যেন আজ অপ্সরী
রাত আজ বড় আবেগী, অবনত পায়ে চুপি চুপি
কাঁপা কাঁপা ঠোঁটে,যাচ্ছে অভিসারে।
১৪১৮@১৩ পৌষ,শীতকাল
কত রাত গড়িয়ে গেল,
চাঁদ দেখা হয়ে উঠে না!
শীতের রাতে
চাঁদের নিচ দিয়ে কুয়াশারা
বিলি কেটে কেটে; মেঘের সাথে উড়ে যায়।
কুয়াশার ছোপ ছোপ
হাওয়ার ঝাপটায়, জ্যোত্স্না মাখা রাত
মৃদু কেঁপে উঠে!
রাত যেন আজ অপ্সরী
রাত আজ বড় আবেগী, অবনত পায়ে চুপি চুপি
কাঁপা কাঁপা ঠোঁটে,যাচ্ছে অভিসারে।
১৪১৮@১৩ পৌষ,শীতকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন