কষ্ট নিয়েই ভালো আছি
বাড়লে বাড়ুক জ্বালা।
আমি তবু পরব গলায়,
কষ্টের নীল মালা।
দেখেছি খুজে সুখ।
বিঙাপনের মোড়ক জড়ানো,
পুরোটাই তার দুখ।
খুজতে গিয়ে শান্তি;
কবিতাগুলো পথ হারালো,
মিলল শেষে ভ্রান্তি।
জ্যোস্না ছোয়ার আশায়।
করেছিলাম যাত্রা শুরু,
থেমেছি অমানিশায়।
প্রিয়ার দেয়া গোলাপ।
শেষ বিকেলে রঙ হারিয়ে,
ঝরিয়েছে ক্ষোভ বিলাপ।
দেখেছি খুড়ে হৃদয়।
কোন কালে তার কোন জনমে,
হয়েছিল সুখ উদয়।
বুঝেছি যা বুঝার।
কষ্ট নিয়েই ভালো আছি,
আটকে সুখের দুয়ার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন