খেয়া
আমার বুকের বা’পাঁজরে আছে একটা খেয়া
সেই খেয়ার পালে দক্ষিণা পবনের লেগেছে ছোঁয়া
প্রেম-ঘাটের যাত্রী যে জন
পার করিব হলে সুজন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
হৃদয়-তটিনীতে এখন ভরা উচ্ছ্বাস
অনুকূলে ধমকা বহিছে দক্ষিণা বাতাস
উঠবে যদি উঠ তরী, বেলা দ্বিপ্রহর
ভালবাসার পাল উড়িয়ে পাড়ি দেব তেপান্তর
এ খেয়ঘাটে হয় শুধু হৃদয়ের লেনা-দেনা
ভালবাসার দামে ভালবাসা হয় কেনা
প্রেমের খেয়ার মাঝি আমি পার করি সুজন
মনে মনে হয় যদি গো মিলন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
আমার ভালবাসার হৃদয় দিলাম অগ্রিম ভাড়া স্বরূপ
তোল আমায় তোমার খেয়ায়, পাড়ি দেব প্রেমের অন্তরীপ
চালাও তরী বৈঠা হাতে রাখালী গানের সুরে
সুরের আবেশে হারাব দু’জন অজানা তেপান্তরে
প্রেমেরঘাটের যাত্রী আমি ওগো প্রণয়ভাজন
ভরা জোয়ারে পাল তুলে দাও, বহিছে প্রভঞ্জন
টাকা-কড়ি, সোনা-দানা কিছুই চাই না
দিও শুধু ভালবাসা, হৃদয় ষোল আনা ।
আমার বুকের বা’পাঁজরে আছে একটা খেয়া
সেই খেয়ার পালে দক্ষিণা পবনের লেগেছে ছোঁয়া
প্রেম-ঘাটের যাত্রী যে জন
পার করিব হলে সুজন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
হৃদয়-তটিনীতে এখন ভরা উচ্ছ্বাস
অনুকূলে ধমকা বহিছে দক্ষিণা বাতাস
উঠবে যদি উঠ তরী, বেলা দ্বিপ্রহর
ভালবাসার পাল উড়িয়ে পাড়ি দেব তেপান্তর
এ খেয়ঘাটে হয় শুধু হৃদয়ের লেনা-দেনা
ভালবাসার দামে ভালবাসা হয় কেনা
প্রেমের খেয়ার মাঝি আমি পার করি সুজন
মনে মনে হয় যদি গো মিলন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
আমার ভালবাসার হৃদয় দিলাম অগ্রিম ভাড়া স্বরূপ
তোল আমায় তোমার খেয়ায়, পাড়ি দেব প্রেমের অন্তরীপ
চালাও তরী বৈঠা হাতে রাখালী গানের সুরে
সুরের আবেশে হারাব দু’জন অজানা তেপান্তরে
প্রেমেরঘাটের যাত্রী আমি ওগো প্রণয়ভাজন
ভরা জোয়ারে পাল তুলে দাও, বহিছে প্রভঞ্জন
টাকা-কড়ি, সোনা-দানা কিছুই চাই না
দিও শুধু ভালবাসা, হৃদয় ষোল আনা ।
সেই খেয়ার পালে দক্ষিণা পবনের লেগেছে ছোঁয়া
প্রেম-ঘাটের যাত্রী যে জন
পার করিব হলে সুজন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
হৃদয়-তটিনীতে এখন ভরা উচ্ছ্বাস
অনুকূলে ধমকা বহিছে দক্ষিণা বাতাস
উঠবে যদি উঠ তরী, বেলা দ্বিপ্রহর
ভালবাসার পাল উড়িয়ে পাড়ি দেব তেপান্তর
এ খেয়ঘাটে হয় শুধু হৃদয়ের লেনা-দেনা
ভালবাসার দামে ভালবাসা হয় কেনা
প্রেমের খেয়ার মাঝি আমি পার করি সুজন
মনে মনে হয় যদি গো মিলন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
আমার ভালবাসার হৃদয় দিলাম অগ্রিম ভাড়া স্বরূপ
তোল আমায় তোমার খেয়ায়, পাড়ি দেব প্রেমের অন্তরীপ
চালাও তরী বৈঠা হাতে রাখালী গানের সুরে
সুরের আবেশে হারাব দু’জন অজানা তেপান্তরে
প্রেমেরঘাটের যাত্রী আমি ওগো প্রণয়ভাজন
ভরা জোয়ারে পাল তুলে দাও, বহিছে প্রভঞ্জন
টাকা-কড়ি, সোনা-দানা কিছুই চাই না
দিও শুধু ভালবাসা, হৃদয় ষোল আনা ।
আমার বুকের বা’পাঁজরে আছে একটা খেয়া
সেই খেয়ার পালে দক্ষিণা পবনের লেগেছে ছোঁয়া
প্রেম-ঘাটের যাত্রী যে জন
পার করিব হলে সুজন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
হৃদয়-তটিনীতে এখন ভরা উচ্ছ্বাস
অনুকূলে ধমকা বহিছে দক্ষিণা বাতাস
উঠবে যদি উঠ তরী, বেলা দ্বিপ্রহর
ভালবাসার পাল উড়িয়ে পাড়ি দেব তেপান্তর
এ খেয়ঘাটে হয় শুধু হৃদয়ের লেনা-দেনা
ভালবাসার দামে ভালবাসা হয় কেনা
প্রেমের খেয়ার মাঝি আমি পার করি সুজন
মনে মনে হয় যদি গো মিলন
প্রেমছাড়া আনা কড়ি কিছুই নেব না
বুঝে নেব হৃদয় ষোল আনা ।
আমার ভালবাসার হৃদয় দিলাম অগ্রিম ভাড়া স্বরূপ
তোল আমায় তোমার খেয়ায়, পাড়ি দেব প্রেমের অন্তরীপ
চালাও তরী বৈঠা হাতে রাখালী গানের সুরে
সুরের আবেশে হারাব দু’জন অজানা তেপান্তরে
প্রেমেরঘাটের যাত্রী আমি ওগো প্রণয়ভাজন
ভরা জোয়ারে পাল তুলে দাও, বহিছে প্রভঞ্জন
টাকা-কড়ি, সোনা-দানা কিছুই চাই না
দিও শুধু ভালবাসা, হৃদয় ষোল আনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন