চলে আয় মায়াবিনী শীত
নভেম্বর ১৫, ২০১১
ভোরের তন্দ্রা ভাঙে
সনাতন শিশিরের স্নান
দুটি সারস গাইছে
অবিনাশী বিনাশের গান।
পায়ে পায়ে কূয়াশার
মৌন অভিলাষ।
রোদের কপাট তোলে
চলে আয় মায়াবিনী শীত
নকশী কাঁথার ভাঁজে
সুর বুনে বিষাদের গীত।
গায়ে গায়ে সাঁটানো
শীতল আকাশ।
পাতাদের ঝরাদিন
খামবন্ধ ডায়রির পাতা
পৌষের হিমেল হাওয়া
লিখে শীতের বারতা।
চোখে চোখে চমকায়
গীতল বাতাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন