অনুভবে তুমি
তুমি কি জানো ? না পাওয়া সেই তুমি
মিশে গেছো প্রতিটি ইন্দ্রীয়তে,
হয়ত কষ্টে পোড়াবে বলেই
কড়া নেড়েছিলে এই হৃদয়ে।
প্রশ্ন ছিল অনেক হয়নি করা কখনো,
একাকী মনে প্রশ্নগুলো বার বার ফিরে আসে
উত্তর পাবে না জেনেও, তবু জানতে ইচ্ছে হয়,
কেনো তুমি সেই তুমি আর থাকলে না
যাকে ভালবেসে স্বর্গ রচনা করার কথা ছিল এই মত্তে।
হয়ত বলবে সবটাই ভুল ছিল, বা বলবে
এমন কি কোন প্রতিশ্রুতি ছিল?
বা পরিহাসের হাসি হেসে বলবে, তুমি মানুষ
চিনতে পারোনি বলে কষ্টকে করেছো আলিঙ্গন ।
তবু বলব বার বার
ভুল আর শুদ্ধ জানিনে
শুধু জানি, আমার অনুভবে
মিশে গেছো তুমি।
তুমি কি জানো ? না পাওয়া সেই তুমি
মিশে গেছো প্রতিটি ইন্দ্রীয়তে,
হয়ত কষ্টে পোড়াবে বলেই
কড়া নেড়েছিলে এই হৃদয়ে।
প্রশ্ন ছিল অনেক হয়নি করা কখনো,
একাকী মনে প্রশ্নগুলো বার বার ফিরে আসে
উত্তর পাবে না জেনেও, তবু জানতে ইচ্ছে হয়,
কেনো তুমি সেই তুমি আর থাকলে না
যাকে ভালবেসে স্বর্গ রচনা করার কথা ছিল এই মত্তে।
হয়ত বলবে সবটাই ভুল ছিল, বা বলবে
এমন কি কোন প্রতিশ্রুতি ছিল?
বা পরিহাসের হাসি হেসে বলবে, তুমি মানুষ
চিনতে পারোনি বলে কষ্টকে করেছো আলিঙ্গন ।
তবু বলব বার বার
ভুল আর শুদ্ধ জানিনে
শুধু জানি, আমার অনুভবে
মিশে গেছো তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন