[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

তোকে খুঁজে পাওয়া যায় না

তোকে খুঁজে পাওয়া যায় না

kuja pai na

এখন আর তোকে কোথাও খুজেঁ পাই না
এখন শস্য ক্ষেতে সবুজের রং ধুসর হয়ে যায়;
এখনকার ঝড়ে পড়া রক্তগুলো বেশ কালো।
নাগপাশে বন্দী হয়ে স্বাধীনতার সাধ করি উপোভোগ
তবুও তোকে কোথাও খুজে পাই না, যা পাই
তা হলো তোর নামে বিকিকিনির খেলায়
তোকেই রাজ পোশাক পরিয়ে তোর নামের
একক সিদ্ধান্ত। তোকে খুঁজে পাবার পথগুলো
বড়ো সংকীর্ণ হয়ে যাচ্ছে দিনকে দিন। তুই আর আমি
মুখোমুখি থাকবো বলে, কত কত তাজা রক্ত আর চোখে
স্বপ্ন নিয়ে চলে গেল যে সকল আমাদের আত্মা, তাদের সেই
স্বপ্নময় মুখে আজ কষ্টের সৌখিন সাজ। তোকে উপহার দেবে বলে
সেই পায়ে আলতা মাখা বৌটি চোখের রক্ত ঢেলে চলে গেল
ভীন জাতের হীম ঘরে। তার সেই আলতা রাঙা পা এখন আর
চপলতা পায় না, শুধুই প্রতীকের মত কন্ঠস্বরে মেলে একটি মেডেল,
তোকে আর উপহার দেয়া হয় না।

শিশির ভেজা লেবু পাতায় তোকে দেখবে বলে যে দামাল ছেলেটা
একটুকরো চিঠি লিখে গভীর রাতে হাতে আগুন নিয়ে গোপনে
বাবা মা কে ছেরে এসেছে, সেই ছেলে বীরের বেশে ফিরে এসে
কাউকে খুজেঁ পায় না, না তার বাবা মাকে না তোকে।
তোকে আর কোথাও খুঁজি না কারন এই সব সম্ভবের দেশে
শুধু তুই অসম্ভব হয়ে থেকে গেলি।
তোকে খুঁজে পাওয়া গেল না

কোন মন্তব্য নেই: