[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

রুপালি চাঁদের আলোয়

রুপালি চাঁদের আলোয়

১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৯



এক বিন্দু শিশিরের কণা এসে
দাঁড়ায় উঠানের সবুজের বুকে,
দিগন্ত ছোঁয়া এক মানবযানে করে
তুমি ছুটে আস কত যুগ পরে
কবি যেন খুজে পায় কবিতার উৎস।

মানুষের এ জীবণটা কত ছোট্ট একটা প্রকষ্ট।
এখানে ঠাঁই মেলে না অনেকেরই,
কেউ বিচলিত হাসি দিয়ে চলে যায় অসীম দুরত্তে
কেউবা ঠায় দাঁড়িয়ে থাকে দরজার পাশে।

কেউ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেয় উঠানে
কেউ বা আবার নিভুনিভু চোখে
বইয়ে দেয় রক্ত স্রোত ধারা।
স্বপ্নভাঙ্গা সে রক্তস্রোত ভেসে চলে
অনুতাপের সমুদ্র বয়ে।

মানুষের জীবণটা রাস্তায় পরে থাকা
একটুকরো কাগজের মত।
কেউ একেছে সাদাকালো একটা অপরিনত ছবি
কেউ দিয়েছে রঙ্গিন তুলির ছোয়া,
আবার কেউ বা খুলেও দেখেনি কোনদিন।

রুপালি চাঁদের আলোয় তবুও মানুষ
হয়ে ওঠে আবেগপ্রবণ, হয়ে ওঠে দ্বান্দ্বিক কীট।

কোন মন্তব্য নেই: