সেই তুমি সুবর্ণ কবিতা আমার।[নারী দিবসের-সকল নারীদের উৎসর্গকৃত]
সেই তুমি সুবর্ণ কবিতা আমার।
তোমাকে ছাড়া আমার বেশ চলবে,
কথাটা হরহামেশা শোনা যায়,
প্রায় নারী দম্পতিদের মুখে
আবার এও শোনা যায় প্রায়ই,
তোমাকে ছাড়া চলবে না আমার,
বিশেষ করে ভালোবাসা-বাসিদের মুখে
দম্পতিদের কথাগুলো,
সাধারণত অভিমানের; আকাশে মেঘ জমলেই
আর পরের জনদের,
যুগল প্রেমিক প্রেমিকাদের ওটা বিরহের পাঁজল।
কিন্ত আমার আবার দু’টাই চাই, কবিতা ছাড়া
আমার চলবে না মোটেই; য
তই আমাকে ছেড়ে যেতে চাও
আমি তোমার ছাড়বো না পিছু, মুখ লুকিয়ে আছো তো,
সেই কালের শরীরেই; আমি ঠিকই খুঁজে নেবো
তোমার অভিমানের গাত্রছাপ দেখে,
সেই তুমি সুবর্ণ কবিতা আমার।
**************************************হাসনাত********************
তোমাকে ছাড়া আমার বেশ চলবে,
কথাটা হরহামেশা শোনা যায়,
প্রায় নারী দম্পতিদের মুখে
আবার এও শোনা যায় প্রায়ই,
তোমাকে ছাড়া চলবে না আমার,
বিশেষ করে ভালোবাসা-বাসিদের মুখে
দম্পতিদের কথাগুলো,
সাধারণত অভিমানের; আকাশে মেঘ জমলেই
আর পরের জনদের,
যুগল প্রেমিক প্রেমিকাদের ওটা বিরহের পাঁজল।
কিন্ত আমার আবার দু’টাই চাই, কবিতা ছাড়া
আমার চলবে না মোটেই; য
তই আমাকে ছেড়ে যেতে চাও
আমি তোমার ছাড়বো না পিছু, মুখ লুকিয়ে আছো তো,
সেই কালের শরীরেই; আমি ঠিকই খুঁজে নেবো
তোমার অভিমানের গাত্রছাপ দেখে,
সেই তুমি সুবর্ণ কবিতা আমার।
**************************************হাসনাত********************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন