একটি খোলা জানালা
ব্যস্ত শহরে হাজারো স্বপ্নের ভীড়ে
সময় যেন ক্লান্ত থেকে ক্লান্ত হয়ে ফিরে যাই নীড়ে
ব্যস্ত শহরে একটি খোলা জানালা
বসে আছি বসে রব আমি একেলা।
প্রতিটি জানালার আড়ালে কত অধ্যায় জমা
হয়ত একটি জানালায় ভালোবাসার প্রতিমা
হয়ত একটি জানালায় বিষাধের উপমা
হয়ত একটি জানালায় জীবনের আলো জ্বলছে
হয়ত একটি জানালায় জীবন আধারে ডুবছে।
আর,
প্রতিটি জানালার একটা নিজস্ব গল্প থাকে
প্রতিটি জানালা যেন বেঁচে থাকার চিত্র আঁকে
তবুও,
শত অভিযোগে একটি জানালা খোলা
শত হতাশায় একটি জানালা খোলা
খোলা জানালা যেন জীবনের অবহেলা।
একটি খোলা জানালায় হঠাৎ আছড়ে পড়ে বেদনা
তবুও জীবনের খোলা জানালা বন্ধ হবে না
আবার আসবে ভোর খোলা জানালায় রোদ্দুর
তাই আমি বসে থাকি খোলা জানালা ও স্বপ্ন নিয়ে তোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন