[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১ মে, ২০১২

বৈচিত্র্য আশা


বৈচিত্র্য আশা

কত না বৈচিত্র্য মনের আশা আকাঙ্খা
যদি আপন আশা পূর্ণ হয়ে যায় সুখ আসে এ অন্তরে,
তাই এক ছত্র তপস্যা করি কবিতার মাধ্যমে
স্তব্ধতা ব্যাকুলতার সব অভিব্যক্তি যেন দূরে যায় ঝরে।
দিনে সূর্যের আলো আলোকিত হোক হৃদয়
বাতাস এসে দূর করুক মনের যত সংশয়,
আনমনে প্রকৃতি প্রতি মায়া জন্মাক মনে
আকুতি মিনতি সব ছুটিতে যাক নির্জনে।
ভোরের রোদ আর দুপুরের রোদের মাঝে
প্রখরতায় কোন রকম পার্থক্য থাকে নাযে,
সন্ধায় যখন সূর্য ডুবে পশ্চিমে ধীরে ধীরে
বারবার আমার পানে যেন চায় ফিরে ফিরে।
নিশি তে মন আমার কাব্য রুপ করুক ধারণ
দুঃস্বপ্নরা কোন ভাবে যেন ঘুম না করে হরণ,
তারারা আকাশ আলোকিত করুক মিছিলে
চাঁদ আমায় ইশারা দেক এক স্বপ্ন মই ফেলে।
পূর্নিমা আর অমাবস্যা সব এক হয়ে গিয়ে
রাতের নতুন রুপ নেমে আসুক ধরা বেয়ে,
জোনাকি খুঁজুক আমায় নীলাভ বাতি জ্বেলে
রাতের পাখি ডাকুক আমায় গানের তালে।
হৃদয় চাইলে কি সবাই আমার কথা শুনবে
রূপসী প্রকৃতির এ আদি রূপকে কখনো কি বদলাবে ভুবন,
তবু মন আশা করে যায় ছোট বড় অনেক
আশা অপূর্ণ থেকে যায় তবু থেমে থাকে না চলছে এই জীবন ।

কোন মন্তব্য নেই: