নির্জন বন রাত জাগে পাহারায়।
অভিমানে বাতি নিভে গেল,আমার ঘরে এখন,
আঁধারের চাওয়ার মত রাত।
তোমার পা টিপে টিপে আসা, আঁধার গা ছুঁয়ে,
দুরু দুরু বুকে,অপেক্ষার প্রহর ভাঙ্গল এবার!
অভিসারের এমন,
জোয়ার বানে ভাঙ্গল বাঁধ,
অনৈতিক বাসনার প্রলুব্ধ চাওয়া।
আঁধারের চাওয়ার মত রাত।
তোমার পা টিপে টিপে আসা, আঁধার গা ছুঁয়ে,
দুরু দুরু বুকে,অপেক্ষার প্রহর ভাঙ্গল এবার!
অভিসারের এমন,
জোয়ার বানে ভাঙ্গল বাঁধ,
অনৈতিক বাসনার প্রলুব্ধ চাওয়া।
আমার আঁধার ঘর অরক্ষিত, লুট করেছে চোর সিঁধ কেটে, ছিল খানিক পয়সা আনা থলেতে।
অভিসারের ভক্ষণে সব গেল খোয়া, মহুয়ার নেশার পিছনে, নির্জন বন রাত জাগে পাহারায়।
হৃদপিণ্ডের শব্দে জানান দেয়, আঁধারের শরীরে প্রাণের চঞ্চলতা, অন্ধকারে আঁশটে গন্ধ ভাসে।
ত্রিভূজ খালটায় বানের জল ঢুকেছে, মৌনতার অভিমান পরছে চুঁয়ে, স্বপ্ন খোয়ালো জোনাকির।
অভিসারের ভক্ষণে সব গেল খোয়া, মহুয়ার নেশার পিছনে, নির্জন বন রাত জাগে পাহারায়।
হৃদপিণ্ডের শব্দে জানান দেয়, আঁধারের শরীরে প্রাণের চঞ্চলতা, অন্ধকারে আঁশটে গন্ধ ভাসে।
ত্রিভূজ খালটায় বানের জল ঢুকেছে, মৌনতার অভিমান পরছে চুঁয়ে, স্বপ্ন খোয়ালো জোনাকির।
১৪১৯@২৬ বৈশাখ, গ্রীষ্মকাল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন