তবু কঙ্কালের শোষণ-পেষণ ,
বিরক্ত কণ্ঠে নিকোটিনের জন্যে হাঁকডাক ।
তোমাদের আঙ্গিনায় থাকা কুকুরটার মত ।
কপালে যদি বিষফোঁড়া ওঠে
চাইলেও কি তখন সেজদায় যাওয়া যায় ?
মরচেধরা লোহার কাস্তে ,
বহুদিনের স্মৃতি দিয়ে ঠাঁসা ।
কিন্তু এত স্মৃতিও ঘরের
অধিকার দিতে ব্যর্থ ।
আমি আজও আশা নামের একটা শব্দকে
নিজ অভিধানে নিতে চাইছি ।
স্বপ্নে কখনোবা সে আসে ,
কিন্তু আমার প্রিয়জনেরা কখনো আমায়
কুম্ভকর্ণ হতে দেয় না ।
যেদিন আমার ছায়া আর আমার নয়,
সে দিনটার অপেক্ষায় আছি ।
সেদিনের আগে হারতে চাই না ।
বিরক্ত কণ্ঠে নিকোটিনের জন্যে হাঁকডাক ।
তোমাদের আঙ্গিনায় থাকা কুকুরটার মত ।
কপালে যদি বিষফোঁড়া ওঠে
চাইলেও কি তখন সেজদায় যাওয়া যায় ?
মরচেধরা লোহার কাস্তে ,
বহুদিনের স্মৃতি দিয়ে ঠাঁসা ।
কিন্তু এত স্মৃতিও ঘরের
অধিকার দিতে ব্যর্থ ।
আমি আজও আশা নামের একটা শব্দকে
নিজ অভিধানে নিতে চাইছি ।
স্বপ্নে কখনোবা সে আসে ,
কিন্তু আমার প্রিয়জনেরা কখনো আমায়
কুম্ভকর্ণ হতে দেয় না ।
যেদিন আমার ছায়া আর আমার নয়,
সে দিনটার অপেক্ষায় আছি ।
সেদিনের আগে হারতে চাই না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন