[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

একান্ত নীরব ........




তোমার কাছে চাইনি কিছু,
জানাই নি মোর নাম,
তুমি যখন বিদায় নিলে
নীরব রহিলাম
একলা ছিলেম কুয়ার
ধারে নিমের ছায়াতলে,
কলস নিয়ে সবাই তখন
পাড়ায় গেছে চলে
আমায় তারা ডেকে গেল,
আয় গো বেলা যায়
কোন্ আলসে রইনু বসে
কিসের ভাবনায়।।
পদধ্বনি শুনি নাইকো
কখন তুমি এলে,
কইলে কথা ক্লান্তকন্ঠে
করুণচক্ষু মেলে
তৃষাকাতর পান্থ আমি
শুনে চমকে উঠে
জলের ধারা দিলেম
ঢেলে তোমার করপুটে
মর্মরিয়া কাঁপে পাতা,
কোকিল কোথা ডাকে
বাবলা ফুলের গন্ধ ওঠে
পল্লীপথের বাঁকে।।
যখন তুমি শুধালে নাম
পেলেম বড়ো লাজ
তোমার মনে থাকার
মতো করেছি কোন্ কাজ!
তোমায় দিতে পেরেছিলাম
একটু তৃষার জল,
এই কথাটি আমার মনে
রহিল সম্বল
কুয়ার ধারে দুপুরবেলা
তেমনি ডাকে পাখি,
তেমনি কাঁপে নিমের পাতা
আমি বসেই থাকি।।


কোন মন্তব্য নেই: