[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

প্রয়োজন্ -৩

প্রয়োজন্ -৩
      ডিসেম্বর ০১, ২০১১
সময় থমকে গেছে,কিংবা যাচ্ছে বা যাবে।
 আমরাও ইতিমধ্যে নিজেদের বিকলাঙ্গ ভাবতে শুরু করেছি,
 অথবা অচিরেই ভাবতে পছন্দ করব।
 আমাদের বৃদ্ধরা আটকে গেছে,
 নিদারুন হতাশার নীল জালে।
 বৃদ্ধারা অতীত রোমন্থন আর অন্ধ আনুগত্যে।
 পুরুষেরা বন্দি হয়ে আছে,
 লোভ্,লিপ্সা,রিপু,আর তাড়নার নোংরা খাঁচায়্।
 নারীরা শয্যাদান্,গৃহ সজ্জা আর কুৎসায়্।
 যুবকেরা বিদ্যা,প্রেম্,নেশা আর উত্তর আধুনিকতার বেড়াজালে।
 যুবতীরা ভ্রমর বিলাস আর মুঠোফোন বৃত্তে।
 কিশোরেরা গাছাড়া মিথ্যে অহমিকায়্ ডুবে।
 কিশোরীরা ছান্দসিক নিতম্ব আর উন্নত বক্ষ ভাবনায়্।
 বালকেরা কল্পনার স্পাইডার ম্যান বন্দনায়্।
 বালিকারা বিদেশী সুর আর নৃত্য ধারায়্।
 শিশুরা পড়ে আছে অবাক বিড়ম্বনায়্।
 
 শুধু বেঁচে ও জেগে আছে,
 কবি নামীয় কিছু অশুদ্ধ প্রাণ্।
 যারা কিনা বিকলাঙ্গ সত্বাটাকে,
 খুঁচিয়ে খুঁচিয়ে ত্যাক্ত করে।
 অযথাই জাগিয়ে তোলার ব্যার্থ চেষ্টা করে।
 কাগজ্,কলম আর বেকার সময় ক্ষেপনের সমন্বয়ে,
 নিজেদের অশুদ্ধ সত্বাটা তুলে ধরে।
 
 তাই বলি সময় থমকে গেছে এখন এখানে।
 যেমন থমকে আছে নষ্ট ঘড়ির কাটা।
 তারো আগে থমকে গেছি আমি-আমরা বা তুমি-তোমরা।
 অথবা থমকে গেছে ষোলো কোটি বিবেক্।
 একাত্তর থেকে এগারো,চল্লিশ বছরে,
 বেড়েছে কেবল আমাদের হাত্,পা বয়স আর প্রজনন ক্ষমতা।
 বাদ বাকী থমকে আছে আত্বা বা বিবেক্।
 
 অশুদ্ধজন কবিদের মতে তাই,
 আরো একটি যুদ্ধ বা সংগ্রাম প্রয়োজন্।
 প্রয়োজন আরো একটি সাতচল্লিশ্,বায়ান্ন বা একাত্তর্।
 প্রয়োজন একটি একুশ্,ছাব্বিশ বা ষোলো।
 
 সেই সাথে প্রয়োজন আরো একটি বিপ্লব বা জাগরন্।
 কিংবা সহজ ভাষায় একটি বিস্ফোরন।
 
 থমকে থাকা সময় বা বিকলাঙ্গ সত্বা।
 বাধার দ্বি-মুখী বিন্ধ্যাচল ভাঙতে,
 আরো কিছু বাধ ভাঙা কবিতার প্রয়োজন্।
 
 লিখনকাল রাত ১২:১২, ০৪/০৭/২০১১

কোন মন্তব্য নেই: