[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

গোলাপ কাঁটা

গোলাপ কাঁটা

হে গোলাপ-প্রেমী, গোলাপের সৌন্দর্য্যে বিমুহিত হয়ে
ভাবছ কী বসে একা? তোমার রঙ্গিন চশমা পরা চোখে
শত স্বপ্নের মেঘ পাল তুলে বেড়াচ্ছে ।তুমি নেই তোমাতে ।
কিন্তু জান কী- গোলাপের সৌন্দর্য্য আর সুবাস যতটা মধুর
কাটার আঘাত ততটাই বেদনাবিধুর ।নয়নভরে সৌন্দর্য্য
পান কর, তবে ছিঁড়তে যেওনা তাকে । কাটার আঘাত
সইতে পারবে না তুমি । এ বড়ই র্নিমম!

কাটার আঘাত না সহে কে গোলাপের সৌন্দর্য্য করেছে
উপভোগ? কষ্ট না সহে সুখ পেয়েছে কে কবে?
প্রদীপের আলোর নীচে আঁধার থাকে বলে কী প্রদীপ
কেউ জ্বালবে না? ভালবাসার পশ্চাতে বিরহ মুচকী
হাসে, তাই বলে কী হৃদয় ভালবাসবে না?
মেঘের আড়ালে চাঁদ হাসে, শীতের পর বসন্ত আসে
কাটার আঘাত সইলেই তবে গোলাপ তোলা যায়
বেদনার নীলকন্ঠ পিয়েই ভালবাসার স্বাদ নেওয়া হয় ।

কোন মন্তব্য নেই: