তবু স্বপ্ন বুনি সেপ্টেম্বর ১১, ২০১0
অমাবস্যার রাতে চাঁদকে
খোঁজা বোকামী ছাড়া কিছু নয়
যে কষ্ট দিয়ে চলে যায়
তাকে মনে রাখার মতোই।
স্বপ্ন হারিয়ে যায়,
তবু আমরা বুনি নতুন স্বপ্নের বীজ
সেই স্বপ্ন হয়ত একদিন ভেঙ্গে যাবে
আর আমরা নির্বোধেরা
আবার স্বপ্নের বীজ বপন করি
স্বপ্নের মাঝে বাঁচতে চাই বলে।
মরণ তো জীবনে একবারই হয়
বিশ্বাসঘাতকতার আঘাতে বার বার
আমরা মৃত্যুকে আলিঙ্গন করি,
তার পরেও আমরা বেঁচে থাকি
নতুন বিশ্বাসের ভরসায়,
নতুন জনমের আশায়।
একটা হৃদয়কে কতোবার আর খন্ডিত করা যায়
যতোবারই খন্ডিত হোক না কেন
এই হৃদয় একটাই থাকে,
ভালবাসা হয়ত বহুবার সেই হৃদয়ে কড়া নাড়ে
শুধু সময়ের কাছে হেরে যায় ভালবাসার সত্যিকার অর্থ।
অমাবস্যার রাতে চাঁদকে
খোঁজা বোকামী ছাড়া কিছু নয়
যে কষ্ট দিয়ে চলে যায়
তাকে মনে রাখার মতোই।
স্বপ্ন হারিয়ে যায়,
তবু আমরা বুনি নতুন স্বপ্নের বীজ
সেই স্বপ্ন হয়ত একদিন ভেঙ্গে যাবে
আর আমরা নির্বোধেরা
আবার স্বপ্নের বীজ বপন করি
স্বপ্নের মাঝে বাঁচতে চাই বলে।
মরণ তো জীবনে একবারই হয়
বিশ্বাসঘাতকতার আঘাতে বার বার
আমরা মৃত্যুকে আলিঙ্গন করি,
তার পরেও আমরা বেঁচে থাকি
নতুন বিশ্বাসের ভরসায়,
নতুন জনমের আশায়।
একটা হৃদয়কে কতোবার আর খন্ডিত করা যায়
যতোবারই খন্ডিত হোক না কেন
এই হৃদয় একটাই থাকে,
ভালবাসা হয়ত বহুবার সেই হৃদয়ে কড়া নাড়ে
শুধু সময়ের কাছে হেরে যায় ভালবাসার সত্যিকার অর্থ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন