[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

মন শুন্য হ্নদয়

মন শুন্য হ্নদয়
নভেম্বর ১৮, ২০১0

 হ্নদয়,হেমন্তের ধান কাটা মাঠ,
 দিগন্তের ওপারে সন্ধ্যার মেঘমালা,
 ছড়িয়ে স্বপ্ন অঞ্জন,চলে যাচ্ছে দিনমনি।
 তুমি চলে যাচ্ছো,
 দীর্ঘ ছায়া ফেলে ধান কাটা মাঠে,
 পথের ঝরা পাতা মর মর করে মাড়িয়ে,
 নকসী আঁকা কোমল চরণ তলে ফেলে।
 দয়া করে তাকাও যদি ফিরে,দেখবে,
 পাতা নয়, ভাঁঙচ্ছো আমার বুকের পাজর।
 তুমি চলে যাচ্ছো,
 এ আমার বেদন নয়, কিছুতেই নয়।
 বিকেলের চিনেবাদামের খোসার মত,
 টুক-টাক,টুস টাস ভাঙচ্ছো, বসে,
 আমার স্বপ্নের আঙিনায় বাঁধা ময়ূর পালঙ্ক ঘর।
 একি তোমার বারমাসি মন, না কি?
 কামনায় আর জমে না মহুয়া মৌ।
 সায়েহ্ন জমে বেদনার জল,
 মরা মাছের চোখের মত জাগে চাঁদ
 ঘরে বিরহের হিমে পরে আছে স্মৃতির খাট,
 নিশি জেগে হাটে মন শুন্য হ্নদয়
 হেমন্তের ধান কাটা মাঠের মত
 সুনসান নিরবতার আঁচল বিছায়ে।
 তোমার কোমল চরণ তলে বেদনার শব্দ রেখে,
 তুমি চলে যাচ্ছো,
 হ্নদয়ে বসন্তের উদ্ভাস নিয়ে।

কোন মন্তব্য নেই: