প্রেম বোঝে না
অক্টোবর ০৭, ২০০৯
প্রেম বোঝে না
মানুষ মাত্রই প্রেম বোঝে না,
প্রেম বোঝে না, প্রেম বোঝে না।
প্রেমের নামে জলপাই বন অন্ধকারে শরীর বোঝে।
উষ্ণ কোন গিরিপথের সন্ধান খোঁজে।
কোমল কিংবা উষ্ণ বুকে,
হাত বাড়ায়ে কামনা খোঁজে ।
মানুষ মাত্রই,
উষ্ণতায় মগ্ন ধ্যানে কামনার সিড়ি ভাঙেঁ।
প্রেম বোঝে তো, ভাষা বোঝে না,
ভাষা বোঝে তো, হরেক রকম মিথ্যে কথার,
নীল কাগজে রক্ত দিয়ে পত্র লেখে।
মানুষ মাত্রই প্রেম বোঝে না।
প্রেম মানে তো,
ইচ্ছে গুলো মাতাল করে ভাসিয়ে দেওয়া মেঘের ভেলায়।
প্রেম মানে তো,
কবোষ্ণ তাপে সুখে দুখের গল্প সল্প জমিয়ে রাখা,
আধ পোড়ানো কয়লা কাঠে আগুন নিয়ে খেলা করা।
প্রেম মানে তো,
বিষাদ ভরা দুপুর গুলোর স্পর্শ নিয়ে স্বপ্ন বোনা।
ব্যাকুল বুকে,ত্রস্ত চোখে এক আকুল চাওয়া।
প্রেম মানে তো,
দ্বীপে মধ্যে সবুজ ঘরের ছবি আঁকা,
প্রেম মানে তো, দুরন্ত এক কিশোর বেলা ।
প্রেম মানে তো,
তুহিন মনে,নিবন্ত এক আগ্নেয়গিরির অগ্নি বুকে,
ঝলসে যাওয়ার অপেক্ষাতে বসে থাকা।
অক্টোবর ০৭, ২০০৯
প্রেম বোঝে না
মানুষ মাত্রই প্রেম বোঝে না,
প্রেম বোঝে না, প্রেম বোঝে না।
প্রেমের নামে জলপাই বন অন্ধকারে শরীর বোঝে।
উষ্ণ কোন গিরিপথের সন্ধান খোঁজে।
কোমল কিংবা উষ্ণ বুকে,
হাত বাড়ায়ে কামনা খোঁজে ।
মানুষ মাত্রই,
উষ্ণতায় মগ্ন ধ্যানে কামনার সিড়ি ভাঙেঁ।
প্রেম বোঝে তো, ভাষা বোঝে না,
ভাষা বোঝে তো, হরেক রকম মিথ্যে কথার,
নীল কাগজে রক্ত দিয়ে পত্র লেখে।
মানুষ মাত্রই প্রেম বোঝে না।
প্রেম মানে তো,
ইচ্ছে গুলো মাতাল করে ভাসিয়ে দেওয়া মেঘের ভেলায়।
প্রেম মানে তো,
কবোষ্ণ তাপে সুখে দুখের গল্প সল্প জমিয়ে রাখা,
আধ পোড়ানো কয়লা কাঠে আগুন নিয়ে খেলা করা।
প্রেম মানে তো,
বিষাদ ভরা দুপুর গুলোর স্পর্শ নিয়ে স্বপ্ন বোনা।
ব্যাকুল বুকে,ত্রস্ত চোখে এক আকুল চাওয়া।
প্রেম মানে তো,
দ্বীপে মধ্যে সবুজ ঘরের ছবি আঁকা,
প্রেম মানে তো, দুরন্ত এক কিশোর বেলা ।
প্রেম মানে তো,
তুহিন মনে,নিবন্ত এক আগ্নেয়গিরির অগ্নি বুকে,
ঝলসে যাওয়ার অপেক্ষাতে বসে থাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন