বিচিত্র মন
ডিসেম্বর ০৬, ২০১১
প্রতিটি ভোরের আলোর সাথে,
আঁধার মনের লড়াই বাধে।
প্রতিটি সাঝের আঁধার ঘিরে,
আশাবাদী মন সাধনা সাধে।
উদাসী এ মন যায় উড়ে যায়।
প্রতিটি স্রোতের তালে তালে,
উতলা এ মন যায় ভেসে যায়।
প্রতিটি জলের কণার সাথে,
বিরহী মনের দুঃখ ঝরে।
প্রতিটি পাথর নুড়ির সাথে,
শোকাহত মন সখ্য গড়ে।
প্রতিটি দিনের সাথে সাথে,
নতুন কিছু স্বপ্ন জাগে।
প্রতিটি রাতের সাথে সাথে,
স্বপ্নগুলো অচিন লাগে।
তবুও প্রতিটি প্রহর জুড়ে,
বিচিত্র এ মন স্বপ্ন দেখে।
মনের এহেন চিত্র নিয়ে,
ভাবুক এ মন পদ্য লেখে।
ডিসেম্বর ০৬, ২০১১
প্রতিটি ভোরের আলোর সাথে,
আঁধার মনের লড়াই বাধে।
প্রতিটি সাঝের আঁধার ঘিরে,
আশাবাদী মন সাধনা সাধে।
প্রতিটি শিশির ফোটার সাথে,
পাপী মনের পাপ ক্ষুয়ে যায়।
পাপী মনের পাপ ক্ষুয়ে যায়।
প্রতিটি ফুলের কলির সাথে,
ভ্রমর মনের প্রেম ছুয়ে যায়।
প্রতিটি মেঘের দলের সাথে,ভ্রমর মনের প্রেম ছুয়ে যায়।
উদাসী এ মন যায় উড়ে যায়।
প্রতিটি স্রোতের তালে তালে,
উতলা এ মন যায় ভেসে যায়।
প্রতিটি জলের কণার সাথে,
বিরহী মনের দুঃখ ঝরে।
প্রতিটি পাথর নুড়ির সাথে,
শোকাহত মন সখ্য গড়ে।
প্রতিটি দিনের সাথে সাথে,
নতুন কিছু স্বপ্ন জাগে।
প্রতিটি রাতের সাথে সাথে,
স্বপ্নগুলো অচিন লাগে।
তবুও প্রতিটি প্রহর জুড়ে,
বিচিত্র এ মন স্বপ্ন দেখে।
মনের এহেন চিত্র নিয়ে,
ভাবুক এ মন পদ্য লেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন