পরবাস
রোদের ঘৃণা প্রহেলিকায় জাগে
জীবন যেন সিঁদুর – মাখা দুপুর
প্রহেলিকার রঙিন অনুরাগে
পতিতাদের পায়ে বাজে নূপুর
পরিশেষে অন্ধকারের আগে
নষ্ট স্বপ্ন ঝরে টাপুর টুপুর।
জীবন যেন সিঁদুর – মাখা দুপুর
প্রহেলিকার রঙিন অনুরাগে
পতিতাদের পায়ে বাজে নূপুর
পরিশেষে অন্ধকারের আগে
নষ্ট স্বপ্ন ঝরে টাপুর টুপুর।
সঙ্গবিহীন আত্মরতির জালে
ঊর্ণনাভি বন্দী দূর্বিপাকে
মনস্তত্ত্ব ঘুমায় অন্তরালে
কিংবদন্তী সত্য হয়ে ডাকে
ব্যর্থ হওয়ার প্রসবোন্মুখ কালে
শকুন্তলা পাথর চাপা থাকে।
ঊর্ণনাভি বন্দী দূর্বিপাকে
মনস্তত্ত্ব ঘুমায় অন্তরালে
কিংবদন্তী সত্য হয়ে ডাকে
ব্যর্থ হওয়ার প্রসবোন্মুখ কালে
শকুন্তলা পাথর চাপা থাকে।
স্নায়ুতন্ত্রী অবশ স্তব্ধ নেশায়
কনীনিকা ঘষা কাঁচের ধোঁকা
স্তেপের ধুলো কাঁপে বিপুল হ্রেষায়
মেরুদন্ড কাটে অলীক পোকা
দুধের সঙ্গে জননী বিষ মেশায়
গোলক জুড়ে লোকান্তরের টোকা।
কনীনিকা ঘষা কাঁচের ধোঁকা
স্তেপের ধুলো কাঁপে বিপুল হ্রেষায়
মেরুদন্ড কাটে অলীক পোকা
দুধের সঙ্গে জননী বিষ মেশায়
গোলক জুড়ে লোকান্তরের টোকা।
নিজভুমে আজ পরবাস
সবই ভুল মিছে আশ্বাস !!
সবই ভুল মিছে আশ্বাস !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন