বেদনার বালুচরে
হৃদয়ের জানাল খুলে বসে আছি তোমার প্রতীক্ষায়
কবে তুমি আসবে আবার, এ মন তোমায় ফিরে পেতে চায়
তুমি ছাড়া নীথর এ জীবনের চাকা আর চলে না
স্মৃতির জানালায় দাঁড়িয়ে কেন, ধরা দাও না?
র্নিঘুম রাতে তোমাকে খুব বেশী মনে পড়ে
আহত পাখির মত উড়ে পড়ি বেদনার বালুচরে
তুমি ছাড়া এ ভূবন আমার ধূ ধূ মরুভূমি
তোমার স্মৃতি বারে বারে হৃদয় আমার যায় চুমি ।
কত বসন্ত আসে যায় তুমি ফিরে এলে না
মনের মাঝে যে দ্বীপ জ্বেলেছিলে, সে তো আর জ্বলে না
কত কথার মালা শুকিয়ে গেছে তোমায় পরানো গেল না
বেদনার বালুচরে বসে একা, এ জীবনে বুঝি তোমায় পাওয়া হলো না ।
হৃদয়ের জানাল খুলে বসে আছি তোমার প্রতীক্ষায়
কবে তুমি আসবে আবার, এ মন তোমায় ফিরে পেতে চায়
তুমি ছাড়া নীথর এ জীবনের চাকা আর চলে না
স্মৃতির জানালায় দাঁড়িয়ে কেন, ধরা দাও না?
র্নিঘুম রাতে তোমাকে খুব বেশী মনে পড়ে
আহত পাখির মত উড়ে পড়ি বেদনার বালুচরে
তুমি ছাড়া এ ভূবন আমার ধূ ধূ মরুভূমি
তোমার স্মৃতি বারে বারে হৃদয় আমার যায় চুমি ।
কত বসন্ত আসে যায় তুমি ফিরে এলে না
মনের মাঝে যে দ্বীপ জ্বেলেছিলে, সে তো আর জ্বলে না
কত কথার মালা শুকিয়ে গেছে তোমায় পরানো গেল না
বেদনার বালুচরে বসে একা, এ জীবনে বুঝি তোমায় পাওয়া হলো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন