[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

নীল খামে নীল চিঠি...

নীল খামে নীল চিঠি

ভালবাসার চিঠি এল নীল খামে
যৌবনের শিশির ভেজা প্রত্যূষে
নীল চিঠি জানায় প্রেম নিবেদন আর
স্বপ্নের হাতছানিতে ডাকে ভালবাসার নীড়-
“দু’হাত আজ বাড়িয়ে দিলাম তোমার পানে

ধরো হাত, চলো গড়ি ভালবাসার নীড়
হৃদয়ের মধ্যখানে যে নিঝুম গহীন অরণ্য
কোন নারী আজও নূপুর পায়ে সেখানে
আসেনি, ফেলেনি কোন পদ-চিহ্ন
সেখানে ছোট্ট কুটিরে বাঁধব সুখের বাসা
আলো-বাতাস যেমন জীবনের প্রধান সহায়ক
তোমার-আমার প্রেম আর ভালবাসা
তেমনি যোগাবে দু’টি প্রাণের খোরাক ।”

প্রেম কেীতূহলী প্রেমিকা চিঠি পড়ে
বসন্তের মাতাল সমীরণে উড়িয়ে দেয় তা’
হৃদয় তার নেচে উঠে, বলে কথা-
“হাতে রেখে হাত চরণ ফেলব তোমার হৃদয়ারণ্যে
প্রেমের উষ্ণ-আলোয়ানে জড়িয়ে নিও আমাকে
তোমার ভালবাসার ঘরে লাল শাড়ী পরে
যাব আলতা রাঙা পায়ে নূপুর নিক্কণ করে ।

তাজমহলে ঘুমিয়ে আছে মমতাজ প্রাণহীন দেহে
আমরা গড়ব মহাবিশ্ময়, এক মহার্নিদশণ ।
দু’টি প্রাণের ভালবাসায় আমাদের ছোট নীড়
হবে বিশ্বের সপ্তার্চাাসযের এক নম্বর আর্শ্চায।
যৌবনের ঊষা লগ্নে তুমি দেখালে আমায়
রোদেলা এক দিনের স্বপ্ন ।দু’টি দেহে
একটি প্রাণ-রবি উঠেছে যেমন পূবাকাশে
দিনের শেষে পশ্চিমাকাশে অস্ত যায় যেন এক সাথে ।”
এই ভাবে কত স্বপ্নের বীজ বুনতে থাকে প্রেয়সী তার
হৃদয়-কাননে, কত রঙিন ফুলে ফুলে সাজায় অবুঝ মন্তর
কত স্বপ্ন দোলায় দোলে সবুজ বনানী
কত স্বপ্নের রোদ উঠে হৃদয়াকাশে, কত রঙের
পাল তুলে মেঘ ভেসে বেড়ায়, কখনও প্রেমিকের
প্রতীক্ষায় দু’চোখ হতে বৃষ্টি ঝরে পড়ে । এক একটি
চিঠি কত শত প্রেমের মালিকায় গাঁথামালা, কত স্বপ্ন
আর প্রতিশ্রুতির সাক্ষর হয়ে করে হৃদয়ের লেন-দেন ।
কবে ফাগুন আসবে, সাজবে ধরা নতুন সাজে
মেহেদী রাঙা হাতে বুক ভরা স্বপ্ন নিয়ে
আলতা-চরণ ফেলবে ভালবাসা ঘেরা বাসর ঘরে ।

ফাগুন আসে, বনে বনে বসন্তের সাজে বৃক্ষরাজি;
কিন্তু তার প্রিয়ের দেখা নাই, প্রাণ আনচান করে
প্রতীক্ষার র্দীঘপথ হামাগড়ি দিয়ে পাড়ি দেয় এক একটি দিন ।

ফাগুনের কোন এক দুপুরে রানার আসে শত কথার
ঝুলি কাঁধে নিয়ে । নীল খাম ছিঁড়ে বের করে নীল চিঠি
আনন্দে নেচে উঠে সাথী, বুকে চেপে ধরে আর সবুজের দেওয়া
প্রথম চিঠির কথা মনে করে হারিয়ে যায় কল্পলোকে ।
সম্বিত ফিরে তাকায় চিঠির দিকে । না, এতো
চিঠি নয়! একটা র্কাড! বিয়ের নিম্নত্রণ-পত্র!
চোখ বেয়ে অশ্রু নামে, গড়ে নদী
বুকে উত্তাল ঢেউ । ঘৃণা আর কষ্টে
উচ্চারিত হয় একটা শব্দ-‘বিশ্বাসঘাতক!’

কোন মন্তব্য নেই: