[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

আঁধার রাতের দীর্ঘশ্বাস হাওয়া বয়ে বেড়ায়..

 আঁধার রাতের দীর্ঘশ্বাস হাওয়া বয়ে বেড়ায়
 ডিসেম্বর ২০, ২০১১

আঁধার রাতের দীর্ঘশ্বাস হাওয়া বয়ে বেড়ায়
 এই তো সেদিন
 তোমাকে দেখতে দেখতে, অবেলায় দিনটা শেষ হল
 সনাতন নিয়মে দুপুর গরিয়ে সাঁঝ হল।


তোমাকে দেখবে বলে
 হ্যামিলনের বাঁ‍শিওয়ালা মত পিছনে ছুটতে লাগলো
 রাতের হরেক রকম পোকামাকড়;
 আর ঝাঁক ঝাঁক জোনাক বাতি জ্বেলে,তোমাকে ‍ঘিরে রাখল,
 নিয়ন আলোর মত করে!
 সখীরা মিলে নওবত সানাই বাজায় ঝিঁঝির;
 

এদিকে জ্যোত্স্না তার,
 যৌ‍বন উন্মাদনা বিভাস পাতার ফাঁ‍ক দিয়ে
 তোমার উচ্ছ্বল চোখ মুখে ঝিলিক পরছিল; যেন উন্মুখ রাজহংসী
 কপোত বিরহে উদাস।


কঙ্কাল রাত পাহারায়
 ঘুম নাই আঁধার চোখে, যত সামান্য আলো তাও পারলে
 চুঁইয়ে পরা শিশির ফোটার মত চুমুকে নিঃশেষ করে।
 

এই রাত ছিল তোমার,
 বিরহের কঙ্কাল খতিয়ান! জড়পদা‍র্থের স্পর্শ চুম্বন
 আঁধার রাতের দীর্ঘশ্বাস হাওয়া বয়ে বেড়ায়।


 ১৪১৮@৬ পৌষ,শীতকাল

কোন মন্তব্য নেই: