[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

কে আছে জেগে


 কে আছে জেগে
নভেম্বর ১৮, ২০১১

কে আছে জেগে নিশুতি রাতে,
 দেখছে আকাশ উদাস মনে।
 মেঘের ফাকে চাঁদের আলো,
 রূপ ছড়ায় দূর কাশবনে।


দখিন দুয়ারে জ্বলছে পিদিম,
 নিভু নিভু করে হাওয়ার তোড়ে।
 ঘুমন্ত নগরীর স্বপ্নগুলো,
 মেঘের ভেলায় যাচ্ছে উড়ে।


কে আছে জেগে মধ্য রাতে,
 খোলা জানালায় নিঃস্ব হয়ে।
 বৃক্ষলতায় নীরবতা ছাওয়া,
 কলকল স্রোত যাচ্ছে বয়ে।

মিটিমিটি হাসে তারকারাজি,
 জোনাক জ্বলে স্নিগ্ধ প্রভায়।
 

থেমে থেম বাঁশীঁর আর্তনাদে,
 কে হানে আঘাত নীরবতায়।

কে আছে জেগে নিঝুম রাতে,
 স্মৃতির পাতা হাতড়ে বেড়ায়।
 স্বপ্নহারা অশ্রু নিয়ে,
 কে আছে জেগে আলো বা ছায়ায়।


কে আছে জেগে শূন্য শিয়রে,
 প্রতীক্ষারই নীল লগনে।
 আশার ঘরে প্রতিমা গড়ে,
 কে আছে জেগে নিজ ভূবনে।


এই কবিতার প্রতিউত্তর ”আমি জেগে ছিলাম” পোষ্ট দিব।

1 টি মন্তব্য:

ahridwan বলেছেন...

file:///C:/Users/RIDWAN%20SOFT/Downloads/Video/Tumi%20fire%20takale%20prithibita%20from%20KHOJ%20THE%20SEARCH%20-%20YouTube.WEBM