আমি-ই আমার কবিতা
আমি-ই আমার কবিতা
কবিতার ভিতরই আমার অস্থিত্ব
এই অস্থিত্বের ভিতরই এঁকে যাই,
আমার খন্ড খন্ড কথামালার ছন্দপল্লবে
ভোরের শিশিরের মতো ঝকঝকে বিন্দুকণা
শিশিরের অবগাহনে যখন ফুলের স্নানের উৎফুল্লতা
এথানেই আমাকে নিয়ে বিচার করি
আমি আমার কবিতা আর কোন সংশয় নেই।
কবিতার ভিতরই আমার অস্থিত্ব
এই অস্থিত্বের ভিতরই এঁকে যাই,
আমার খন্ড খন্ড কথামালার ছন্দপল্লবে
ভোরের শিশিরের মতো ঝকঝকে বিন্দুকণা
শিশিরের অবগাহনে যখন ফুলের স্নানের উৎফুল্লতা
এথানেই আমাকে নিয়ে বিচার করি
আমি আমার কবিতা আর কোন সংশয় নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন